প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশ: সেঞ্চুরিটা হলো না মাহমুদুল হাসান জয়ের। আক্ষেপ রয়েই গেল। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেই সাজ ঘরে ফিরতে হয়েছে তাকে। তবে, অধিনায়ক মুমিনুল হক এবং মিডল অর্ডার ব্যাটার লিটন দাসের দৃঢ়তায় ঠিকই নিউজিল্যান্ডকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ দল।মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের করা ৩২৮ রান টপকে গেছে ম্যাচের তৃতীয় সেশনের শুরুতেই।২ উইকেটে ১৭৫ রান নিয়ে খেলতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩৪৮। লিড হয়ে গেছে ২০ রানের। ৮২ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক এবং ৭০ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।