প্রথম রুশ ট্রেন পৌঁছেছে কালিনিনগ্রাদে

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

মস্কো: সিমেন্টবাহী রাশিয়ার প্রথম ট্রেনটি মঙ্গলবার কালিনিনগ্রাদে পৌঁছেছে।
গভর্ণর এ কথা জানান।লিথুনিয়াকে অবশ্যই তার এলাকা দিয়ে রুশ পণ্য যাতায়াতের অনুমতি দেয়া উচিত বলে ইউরোপীয় ইউনিয়নের মন্তব্যের পর রুশ ট্রেন কালিনিনগ্রাদ পৌঁছালো।আঞ্চলিক গভর্ণর এন্তন আলিখানভ’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, ইইউ’র সিদ্ধান্তের পর প্রকৃতপক্ষে এটিই কালিনিনগ্রাদে রাশিয়ার প্রথম ট্রেন।তিনি একে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।ব্যাপকভাবে সামরিকীকরণ এলাকা কিলিনিনগ্রাদ তার সরবরাহের বড়ো অংশের জন্য মূল ভূখন্ড রাশিয়ার ওপর নির্ভরশীল। কিন্তু এ জন্য লিথুনিয়ার অঞ্চলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হয়।কিন্তু লিথুনিয়া গত মাসে বলেছে, রাশিয়ার কিছু নির্দিষ্ট পণ্যবাহী ট্রেন চলাচলের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে।ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তারা এ উদ্যোগ নেয়।তবে ইইউ চলতি মাসে বলেছে, রাশিয়া ও কালিনিনগ্রাদের মধ্যে অস্ত্র ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রেন যাতায়াতের অনুমতি দেয়ার বাধ্যবাধকতা লিথুনিয়ার রয়েছে।উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে রেড আর্মি জার্মানী থেকে কালিনিনগ্রাদ দখলে নেয়। এরপর সোভিয়েত ইউনিয়নের পতনের পর লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলে কালিনিনগ্রাদ মূল ভূখন্ড রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

You might also like