ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব লাভের দৌড়ে এগিয়ে ঋষি সুনাক
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতৃত্ব লাভের দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক ঋষি সুনাক। প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি বেছে নেওয়ার দ্বিতীয় রাউন্ডের ভোটে জয়ী হওয়ার পর ঋষি সুনাককে টপকাতে এখন ঝাঁপিয়ে পড়েছেন টোরি নেতৃত্ব লাভের দৌড়ের বাকী প্রতিদ্বন্ধিরা।
বৃহস্পতিবারের ভোটে অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান ছিটকে পড়ার পরেও এখনও পাঁচজন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্ধিতায়।
মি: সুনাক দ্বিতীয় রাউন্ডে ১০১ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পেনি মর্ডান্ট পেয়েছেন ৮৩ ভোট। ৬৪ ভোট পেয়ে নেতৃত্ব লাভের দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছেন পররাষ্ট্র সচিব লিজ ট্রাস।
প্রতিদ্বন্ধিতা থেকে ছিটকে পড়ার পর এটর্নি জেনারেল মিসেস সুয়েলা ব্র্যাভারম্যান সমর্থন জানান পররাষ্ট্র সচিব মিস ট্রাসকে। এতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার এগিয়ে থাকার সম্ভাবনা বাড়লেও শেষ পর্যন্ত ঋষি সুনাককে তিনি টপকাতে পারেননি।
প্রাক্তন ব্রেক্সিট মন্ত্রী স্টিভ বেকারও মিস ট্রাসকে সমর্থন করেছিলেন। শুধু স্টিভ বেকার ও সুয়েলা ব্র্যাভারম্যানই নন, ধারণা করা হচ্ছিলো ২৭ জন টোরি এমপি যারা মিস ব্র্যাভারম্যানকে ভোট দিয়েছেন তাদের বেশিরভাগই মিস ট্রাসকে সমর্থন করবেন।
৪৯ ভোট পেয়ে বৃহস্পতিবারের ভোটে চতুর্থ স্থান অধিকারী ইকুয়েলিটি মন্ত্রী কেমি ব্যাডেনোচ এবং ৩২ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকারী পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম তুগেনধাত বলেছেন, তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকতে এখনও বদ্ধপরিকর৷
উল্লেখ্য, সোমবার প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়।