প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অভিনন্দন: বাগানে বাগানে চা শ্রমিকদের আনন্দ মিছিল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ায় হবিগঞ্জের ২৪টি চা বাগানে আনন্দ মিছিল করেছেন শ্রমিকরা। ২৮ আগস্ট রোববার সকাল থেকেই শ্রমিকরা দারাগাঁও, চান্দপুর, ফয়জাবাদ, রশিদপুরসহ বিভিন্ন বাগানে জমায়েত হতে থাকেন। পরে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তারা মিছিল করেন। তবে রোববার সাপ্তাহিক ছুটি থাকায় কাজে যোগ দেননি শ্রমিকরা। ২৯ আগস্ট সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দেবেন তারা।দারাগাঁও পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের মজুরি সমস্যর অবসান করে দেয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছি। শ্রমিকরা এতে খুশি। আজ যেহেতু রোববার সাপ্তাহিক ছুটি, তাই সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দেবেন শ্রমিকরা।

রশিদপুর চা-বাগান পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা বলেন, ‘আমরা আজ রোববার শুধু আনন্দ করবো। কাজে যোগদানের সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে।দৈনিক মজুরি ৩শ’ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি।এক বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত ২২ আগস্ট সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন।২৭ আগস্ট শনিবার গণভবনে চা-বাগান মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে সিদ্ধান্ত হয়। এতে খুশি হয়েছেন চা-শ্রমিকরা।

You might also like