প্রধানমন্ত্রীর জন্মদিনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভার্চুয়াল সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ শেখ হাসিনা শুধু রাজনৈতিক নেতা নন, তিনি সামাজিক নেতা একজন অর্থনৈতিক নেতা।তাঁর নেতৃত্ব আজ বিশ্বসভায় প্রশংসিত।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রখ্যাত সাংবাদিক গাফফার চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা আজকে একজন স্টেটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশ্বের বহু বড় বড় স্টেটসম্যানকে বহুক্ষেত্রে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা। গত ১২ বছরে শেখ হাসিনা বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত, মঙ্গামুক্ত, সন্ত্রাসমুক্ত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, শেখ হাসিনা সারা বিশ্বের ৩ বিলিয়ন বাঙালির প্রতিনিধিত্ব করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, উপমহাদেশের উজ্জল আকাশের নক্ষত্রের নাম শেখ হাসিনা। অন্ধকারে তলিয়ে যাওয়া বাংলদেশেকে হাল ধরে শেখ হাসিনা আজ বাংলাদেশকে আলোকজ্জ্বল করেছেন। শেখ হাসিনা বাংলার অসহায়, বঞ্চিত মানুষের আস্থার জায়গা হিসেবে তাঁর কাজের মাধ্যমে স্থান করে নিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানলয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারনে কোভিড-১৯ মোকাবেলায় ও বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহ সভাপতি সঙ্গীতা আহমেদ। সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, Prof Abul Hashem , Joint Secretary Noim Uddin Reaz সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া Office Secretary Shah Shamim Ahmed , Public Relation Secretary Robin Paul , Humain Right Sec Sarob Ali , N R B Sec Ansarul Haque প্রমূখ। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাদ আসর ব্রিকলেইন জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You might also like