প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ. লীগের ২৫ লাখ টাকা দান

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (২৫ লক্ষ টাকা) অনুদান প্রদান করা হয়েছে। লন্ডনে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিলেটের বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনুদান প্রদান করায় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।অনুদান প্রদানকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যখনই কোন দুর্যোগের সম্মুখীন হয়েছে ঠিক তখনই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসীদের নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সিলেটের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সর্বস্তরের প্রবাসীদের উদ্বুদ্ধ করতেও অগ্রণি ভূমিকা পালন করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শুধু তাই নয়, যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীকালে সংঘটিত যেকোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে।উক্ত চেক প্রদান অনুষ্ঠানে আ.লীগ নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি জনগণের কল্যাণের রাজনীতি। জনগণের দুর্দশায় যে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ আওয়ামী লীগ এটা সর্বোতভাবে প্রমাণীত।

You might also like