প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের ব্যাপক উন্নতি হয়েছে-জেলা প্রশাসক
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এবং তাঁর দূরদর্শীতায় দেশের ব্যাপক উন্নতি হয়েছে। আজ গর্ভের সন্তান থেকে শুরু করে মৃত্যুর পূর্বপর্যন্ত দেশের সকল মানুষ সরকারের সেবার আওতাভুক্ত। এমন কি মৃত্যুর পরও ব্যক্তির উত্তরসূরিদের জন্যে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৩ অক্টোবর সোমবার দুপুরে নগরির বাগবাড়িস্থ জেলা সমাজসেবা অফিসের হলরুমে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এবং অসহায় দুঃস্থ ব্যক্তি ও গরীব শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের জীবদ্দশায়ই আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে সক্ষম হবো।
জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো.নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
সৈয়দা জেবুন্নেছা হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীক কে বিজয়ী করা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে সিলেট মহানগর এলাকায় ২৮টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৬ লাখ ২৯ হাজার টাকা এবং ২০৮ জন ব্যক্তিকে ৮ লাখ ৩২ হাজার টাকার অনুদান দেয়া হয়।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিতকরণে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।