প্রধানমন্ত্রীর সঙ্গে সিসিক মেয়রের সাক্ষাৎ

নিউজ ডেক্স
সত্যবাণীঃ প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ১৩ নভেম্বর সোমবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
মেয়র হিসেবে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে সিসিক’র দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনেই একনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১,৪৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

You might also like