প্রধানমন্ত্রীর সাথে ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকে’র সভাপতির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। গত ১৮জুলাই সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন তিনি। গৌস সুলতান তাঁর লেখা গবেষণা গ্রন্থ “বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন”-এর একটি কপি প্রধানমন্ত্রীকে উপহার দেন।  

এই বছরের বই মেলায় ‘বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন’ বইটির মোড়ক উন্মোচন  করা হয়।

উল্লেখ্য,  বই প্রকাশনাকালে ঢাকা অবস্থানকালীন সময়েও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনের দ্বৈত জন্ম শতবার্ষিকীর ক্রেস্ট উপহার দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে গত বছর চার মাসব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর শতবর্ষ উদযাপন করেছিলো ।

সাক্ষাৎকালে গৌস সুলতান ঢাকা বিশবিদ্যালয়ে নারী শিক্ষার দ্বার উম্মোচনের অগ্রদূত ও প্রথম নারী শিক্ষার্থী লীলা নাগের স্মৃতি রক্ষায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতাকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি  প্রদানের কথাও উল্লেখ  করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ সহকারে দেওয়ান গৌস সুলতানের  বক্তব্য শুনেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র এইসব উদোগের প্রশংসা করেন।

You might also like