প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে নবীগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নবীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বাস্তবায়ন পরিবর্তনের নানান দিক তুলে ধরে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। উদ্যোগগুলো হলো ১.পল্লী সঞ্চয় ব্যাংক ২. আশ্রয়ণ প্রকল্প ৩. ডিজিটাল বাংলাদেশ, ৪. শিক্ষাসহায়তা ৫. নারীর ক্ষমতায়ন ৬. ঘরে ঘরে বিদ্যুৎ ৭. কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ ৮. সামাজিক নিরাপত্তা ৯. বিনিয়োগ বিকাশ ১০. পরিবেশ সুরক্ষা। ইউএনও শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ও ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন অংশ নেন।

You might also like