প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ গেমস সবশেষ দেশব্যাপী আয়োজিত হয়েছিল ২০১৩ সালে।মাঝে বিরতি দিয়ে গত বছর তা হওয়ার কথা ছিল।কিন্তু করোনার প্রভাবে তা আয়োজন করা যায়নি।এবার আগামী ১ থেকে ১১ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর মাঠে গড়ানোর জন্য জোর প্রস্তুতি চলছে।দেশব্যাপী হতে যাওয়া এই ক্রীড়াযজ্ঞ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই মধ্যে সবুজ সঙ্কেত পেয়ে গেছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)।বিওএ এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা  বলেছেন,বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই মধ্যে গত পরশু আনুষ্ঠানিকভাবে তা আমরা জানতে পেরেছি। আমাদেরও সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এবারের বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে প্রায় সাড়ে আট হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা থাকছেন।ঢাকা ছাড়াও খেলা হবে অন্য জেলা শহরে।আর এই গেমসের মশাল প্রজ্জ্বলন করবেন অলিম্পিকে সরাসরি খেলা গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে দুটি স্বর্ণপদকজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।তবে গেমস শুরুর আগে অলিম্পিকের কর্মকর্তারা করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক।গেমসের আগে প্রতিটি ভেন্যুতে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে অংশ নিতে হবে সবাইকে। বিওএর সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘আমরা করোনাভাইরাসের প্রভাব নিয়ে সতর্ক আছি। প্রতিটি ভেন্যুতে ক্রীড়াবিদদের করোনা পরীক্ষা করেই আসতে হবে। পজিটিভ ফল নিয়ে কেউ অংশ নিতে পারবে না। এছাড়া ভেন্যুকে স্যানিটাইজ সহ সবকিছুই করা হবে।’

You might also like