প্রধানমন্ত্রী টেলিভিশন লাইভে, ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

নিউজিল্যান্ডঃ টেলিভিশনে চলছিলো লাইভ সাক্ষাৎকার।হঠাৎ নড়ে উঠল ভবন।লাইট,ক্যামেরা তখনও চলছে।টিভিতে দেখা যাচ্ছে,কেঁপে উঠেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন।আর সেই ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়েছে টিভিতে।যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সোমবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে কেঁপে উঠলেও ভয় পাননি জেসিন্ডা আরডের্ন। তিনি নিজেকে অবিচল রেখে হাসিমুখে পরিস্থিতি সামলে নেন।এসময় তিনি অনুষ্ঠানের হোস্ট রায়ান ব্রিজকে বলেন, ‘আমার এখানে সামান্য ভূমিকম্প হচ্ছে রায়ান।’ভূমিকম্প যে হচ্ছে, সেটা বুঝিয়ে কয়েক সেকেন্ড পর সাক্ষাৎকারে প্রবেশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।জেসিন্ডা আরডের্ন অবিচল থাকলেও ওয়েলিংটনের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তারা ভবন অফিস ছেড়ে বাইরে বেড়িয়ে পড়েন।৫.‌৮ কম্পনমাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল লেভিন থেকে ৩০ কিলোমিটার দূরের একটি অঞ্চলে। গভীরতা ছিল ৩৭ কিলোমিটার। খবর: এনডিটিভি, জিনিউজ

You might also like