প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষার সমস্যা সমাধানে আন্তরিক:আনোয়ারুজ্জামান চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জাতীয় শোক দিবস উপলক্ষে নগরির ৫নং ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল শেষে স্থানীয় মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসা ছাত্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।২৩ আগস্ট আগস্ট নগরির মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।এ সময় সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পবিত্র ইসলামের বিকাশে কাজ করেছেন। তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য ইসলামিক ফাউ-েশন প্রতিষ্ঠা, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জন্য স্থায়ীভাবে স্থান বরাদ্দ দিয়েছিলেন।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি নিজেও একজন ধর্মপ্রাণ মানুষ। প্রধানমন্ত্রী ইসলামী শিক্ষার প্রসারে বাঁধাগুলো দূর করেছেন। সারাদেশে প্রায় সাড়ে পাঁচ শ’ মডেল মসজিদ স্থাপন করে তিনি ধর্মপ্রাণ মানুষের নয়নমনিতে পরিণত হয়েছেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখেন।দোয়া মাহফিলে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্যের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর ২ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় সিসিক মেয়র মদিনাতুল উলুম দারুসসালাম মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং তার পক্ষে যতটুকু সম্ভব এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।এ প্রসঙ্গে তিনি বলেন, নগরির মাদ্রাসাগুলোর সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, নগর আ’লীগের সম্পাদকম-লীর সদস্য জুবের খান, স্থানীয় কাউন্সিলার রেজওয়ান আহমদ, ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. জুনু মিয়া, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সহ-সভাপতি এমএ মণি খোকা, আব্দুল মালিক, ছায়াদ আহমদ শাহিন, নগর যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল, ইফতেখার হোসেন সুহেল, ছাব্বির হোসেন মুন্না প্রমুখ।

You might also like