প্রধান আসামী দিব্য গ্রেফতার কাজে যোগ দিয়েছেন ওসমানীর ইন্টার্ন  চিকিৎসকরাঃ ১ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ কাজে যোগ দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি ১ সপ্তাহের জন্য তারা কর্মসূচি স্থগিত করেছেন।স্থানীয় একটি দৈনিকের মেডিক্যাল কলেজ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ডা: আসাদুজ্জামান জুয়েল জানান বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে বলেছেন ইতোমধ্যেই তারা কাজেও যোগ দিয়েছেন। একই সাথে ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও তাদের আন্দোলন স্থগিত করেছেন।এরআগে গত বৃহস্পতিবার সকালে সিওমেক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। কলেজ মিলনায়তনে আয়োজিত বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি (শিক্ষা) ডা: এ এইচ এম এনায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল মোন্তাকিম চৌধুরী বলেন, মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে প্রশাসন দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি। তবে ৭ দিনের মধ্যে সব আসামী গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে আবার আন্দোলনে নামবেন বলে তারা ঘোষণা দেন।স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি (শিক্ষা) ডা: এ এইচ এম এনায়েত হোসেন জানান, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় ওসমানী মেডিক্যালের পরিস্থিতি শান্ত হয়েছে।মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, বুধবার মধ্যরাতে শাহপরান এলাকা থেকে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার প্রধান আসামী দিব্য সরকারকে গ্রেফতার করে পুলিশ। আর সোমবার রাত দেড়টায় মামলার আরও ২ আসামী সাঈদ হাসান রাব্বি ও এহসান আহমদকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ।

You might also like