প্রফেসর মোয়াজ্জম হোসেন রওনকের সম্মানে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ জহুরুল হক
সত্যবাণী

লন্ডন: গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রিটিশ বাংলাদেশী হিস্ট্রি এণ্ড হেরিটেজ কাউন্সিল ইউকের উদ্যোগে সিলেটের শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোয়াজ্জম হোসেন রওনকের সম্মানে এক মত বিনিময় সভা পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ।
সংগঠনের আহ্বায়ক কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ জহুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বৃটিশ এমপি পদপ্রার্থী ও কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, বায়তুল আমান মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মসজিদ কমিটির চেয়ারম্যান সোবহান আলী বারী, সাবেক কাউন্সিলার ও প্রবীন নেতা আব্দুল মতিন, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাইছির মাহমুদ ও ড: মোহাম্মদ আব্দুল হান্নান ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলার সৈয়দ শেখুল ইসলাম, সাবেক কাউন্সিলার ফানু মিয়া, জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের চেয়ারপার্সন এম এ আজিজ ও সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরী, জিএসসি ইষ্ট লণ্ডন শাখার সভাপতি আব্দুল মালিক কুটি, টিভি প্রেজেন্টার মুফতি সালেহ আহমদ, ইমাম ও কলামিষ্ট মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতাউর রহমান, ,সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, শিক্ষক শাহনুর আহমদ খান, সৈয়দ রফিকুল হক ধলা, কমিউনিটি সংগঠক হাজী ফারুক মিয়া, সৈয়দ জিল্লুল হক, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, সৈয়দ সফর আলী, সৈয়দ জুনেদ মিয়া, কমিউনিটি সংগঠক আঙ্গুর আলী ,মো: সিরাজ মিয়া, সৈয়দ শাহেদ আহমদ মেম্বার ,লেকচারার সৈয়দ আশফাক হোসেন, সৈয়দ চান্দ আলী মাষ্টার ,সৈয়দ শহীদুল ইসলাম ,সৈয়দ আবু জাফর মিছবাহ ,সৈয়দ আমিনুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা -প্রফেসর মোয়াজ্জম হোসেন ও তাঁর মরহুম পিতা প্রধান শিক্ষক আব্দুল মতিনের শিক্ষাক্ষেত্রে বলিষ্ট ভূমিকা পালনের ভূঁয়শী প্রশংসা করেন ।
সিলেটের ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরসহ সারা সিলেট জেলাকে সুশিক্ষায় আলোকিত করা ও শিক্ষার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা আশা করেন বক্তারা তাদের বক্তৃতায়।
বক্তারা ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট অন্চলের ছাত্রদের জন্য কৌটা নির্ধারণ ও এ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের বৃটিশ স্বীকৃতি প্রদানের আহ্বান জানান ।
সম্বর্ধিত অতিথি প্রফেসর মোয়াজ্জম হোসেন রওনক তাঁকে সম্মান প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান ও বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সিলেটী তথা বাংলাদেশী কমিউনিটির অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

 

You might also like