প্রয়োজনীয় নিরাপত্তার সাথে আবার খোলা হলো দোকানপাট

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ সরকারি নির্দেশিকা অনুসারে সুরক্ষামূলক ব্যবস্থাদি কার্যকর করা সাপেক্ষে বারার সকল দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে।সুরক্ষামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে টিলে প্লাস্টিক স্ক্রিণ লাগানো এবং ফ্লোরে ক্রেতাদের মধ্যে দুই মিটার দূরত্ব নিশ্চিত করতে মার্কিং সাঁটানো।অর্থাৎ সুপারমার্কেটগুলোতে যে ব্যবস্থাগুলো দৃশ্যমান রয়েছে, তা-ই দোকানপাটগুলোতে করতে বলা হয়েছে।

যদিও খাবারের দোকানপাট, ফার্মেসি, ব্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান উন্মুক্ত থাকলেও, গত ২৩ মার্চ থেকে বুক শপ, জামা কাপড়ের দোকানপাটগুলো বন্ধ ছিলো।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি যখন শপিংয়ে যাবেন, দয়া করে অন্যদের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখুন, যেখানে হ্যান্ড সেনিটাইজার পাবেন, তা ব্যবহার করুন এবং যেটি আপনি কিনবেন, শুধু সেটিই স্পর্শ করুন। যত বার সম্ভব এবং বাড়িতে পৌঁছার সাথে সাথেই ভালো করে হাত ধুয়ে নিন।আরো পরামর্শ পেতে হলে www.gov.uk/coronavirus এই ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like