প্রশাসন ছাড়া আসুন খেলা হবে; আ.লীগকে গয়েশ্বর

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট থেকেঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার নিজেই বাস মালিকদের দিয়ে হরতাল ডেকেছে। কিন্তু জনগণ সমুচিত জবাব দিলো সিলেটের গণসমাবেশ সফল করার মাধ্যমে। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে জনপ্রতি এক হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। রাজকোষ থেকে টাকা লুট করে জনসভা করে। এসবের জবাব দিতে হবে। অন্যদিকে তারা বিএনপির জনসভা ঠেকাতে রাষ্ট্রীয় টাকা খরচ করছে।শনিবার বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিভাগীয় গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।খেলা হবে’ বলে আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, দিনের ভোট রাতে করবেন, সেই খেলা বিএনপি খেলে না। ক্ষমতা থেকে নেমে আসেন বিএনপি খেলতে প্রস্তুত। প্রশাসন থেকে দূরে থেকে খেলেন। আমরা খেলতে প্রস্তুত। তৃতীয় শ্রেণির খেলোয়াড় দিয়ে খেলতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমাদের জাইমার (তারেক রহমানের মেয়ে) সঙ্গে শেখ হাসিনা জামানত হারাবে। শেখ হাসিনা ৬০০ কোটি টাকা রিজার্ভ থেকে চুরি করেছে। আজকে বেসামাল বাজার। এলসি খুলতে পারছে না। ঋণের টাকার শোধ করার টাকা কোষাগারে নেই। এরা লুটেরা ও গুম-খুনের সরকার।

বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র নেই। আমরা গণতন্ত্র খুঁজছি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুসারীরা পিছু হটবেনা। ১০ ডিসেম্বরের পর জনগণকে নিয়ে খেলায় নামবো। এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না।গয়েশ্বর বলেন, ‘অতীতের সব গুম খুনের বিচার হবে। জনগণের লুটের টাকা ফেরত আনা হবে। বাংলাদেশকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে চাই। অর্থাৎ ‘টেক ব্যাক বাংলাদেশ’।সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

You might also like