প্রাকৃতিক দুর্যোগ এড়াতে হবিগঞ্জের হাওরগুলোতে চলছে বোরো ধানকাটার ধুম
সিলেট অফিস
সত্যবাণী
হবিগঞ্জের হাওরগুলোতে চলছে বোরো ধান কাটার ধুম। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে কৃষকরা মরিয়া হয়ে কাটছেন ধান। তবে কষ্টার্জিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শংকায় রয়েছেন তাঁরা।
হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, সরকারের কাছে তাদের দাবি প্রকৃত কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পান। আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় এবার আগে থেকেই ধানকাটা শুরু করেছেন কৃষকরা। পাকা ধানের মৌ মৌ গন্ধ বাতাছে ছড়াচ্ছে মিষ্টি সুবাস।
বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা এ বছর সর্বস্ব দিয়ে চাষ করেছেন সোনালী ধান। আর বাড়তি যত্নের কারণে ফলনও হয়েছে বাম্পার। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তাই সকল ঝুঁকি এড়াতে পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলছেন কৃষকরা।
গত এক সপ্তাহে জেলার প্রায় ৩০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সরকারের কাছে কৃষকদের দাবি তারা যাতে ধানের সঠিক মূল্য পান। নইলে এবারও তাদের লোকসান গুণতে হবে।
হবিগঞ্জ জেলায় এ বছর ১ লাখ ২২ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার ৬৫০ মেট্রিকটন।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বনি আমিন খান জানান, ‘হবিগঞ্জের হাওরের প্রায় ৮০ শতাংশ ধান পেঁকে গেছে। কৃষকদের দ্রুত ধান কেটে গোলায় তোলার পরামর্শ দেয়া হচ্ছে। আশা করছি, হবিগঞ্জের কৃষকরা সময় মতোই ধান গোলায় উঠাতে পারবেন।