প্রায় ৩১ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে সিলেটের কিছু এলাকায়
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: দীর্ঘ প্রায় ৩১ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো সিলেট। অবশেষে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৬টার মধ্যে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।পরে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী খন্দকার মোজাম্মেল হোসেন।তিনি জানান, এখনো কাজ চলছে। পর্যায়ক্রমে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপ-কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে সাড়ে ৪ লাখের বেশি গ্রাহক।আগুনে কেন্দ্রটির দুটি ট্রান্সফরমার একেবারেই পুড়ে গেছে, বাকি দুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিড লাইনসহ অনেক যন্ত্রপাতিও পুড়ে গেছে।এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার গ্রাহকরা বিদ্যুৎহীন পড়ে পড়েন। এ দুই জেলায় সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৪ বিক্রয় ও বিতরণ কেন্দ্র রয়েছে, যার আওতায় সাড়ে চার লাখ গ্রাহক।