প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত হলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ মা প্রিন্সেস ডায়ানার নতুন একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের দুই উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার কেনসিংটন প্রাসাদে নতুন করে নকশা করা সানকেন বাগানে মূর্তিটি উন্মোচন করা হয়। বেঁচে থাকলে এদিন ৬০ বছর পূর্ণ হতো ডায়ানার।লন্ডনের কেনসিংটন প্যালেসের বাগানে ব্রিটিশ পুত্রবধূ ডায়ানার নতুন একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এই ভাস্কর্য উদ্বোধন করেন।চলতি বছরের জানুয়ারিতে প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মদিন উপলক্ষে রাজপরিবারের শ্রদ্ধার্ঘ হিসেবে এই ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন ভাস্কর্য নির্মাণ করেছেন ইয়ান রেঙ্ক ব্রডলি। এই ভাস্কর ব্রিটিশ রাজপরিবারে খুবই বিখ্যাত। ১৯৯৮ সালে থেকে ব্রিটিশ মুদ্রায় খচিত রানী এলিজাবেথের ছবিটি মূল ভাস্কর হলেন এই ইয়ান।

যুক্তরাজ্যের জনপ্রিয় রাজবধূ প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১শে আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির বয়স ছিল যথাক্রমে ১৫ ও ১২ বছর।আল জাজিরার খবরে বলা হয়েছে, ডায়ানার ‘ইতিবাচক প্রভাবকে’ স্বীকৃতি দিতেই এই স্থায়ী মূর্তি তৈরি করা হয়েছে।ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসের বাগানে ডায়ানা স্মৃতিঝর্ণার কাছে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। প্রকাশিত ভাস্কর্যের ছবিতে দেখা গেছে, একটি বালক ও বালিকার মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রিন্সেস ডায়ানা।ভাস্কর্য উন্মোচনের পর এক বিবৃতিতে ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি বলেন, আজ আমাদের মায়ের ৬০তম জন্মদিন হতো। আমরা তার ভালোবাসা, শক্তি এবং বৈশিষ্ট্য যা তাকে বিশ্বজুড়ে শক্তিতে পরিণত করেছে তা ভালোবাসি।বিবৃতিতে আরও বলা হয়, প্রতিদিনই আমরা মনে করি; মা আমাদের সঙ্গে আছেন। নতুন ভাস্কর্যটি তার জীবন ও উত্তরাধিকারের স্থায়ী প্রতীক।

You might also like