প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মার খেল আওয়ামী লীগ সমর্থকরা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারীরা স্থানীয় বিএনপির সমর্থক।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসেন। বিষয়টি জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে।খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী। করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী।এসময় ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।সংঘর্ষে আহত হয়েছেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কুতুব হিলালীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে হুমায়ুন কবির নামে একজন কল ধরেন। তিনি বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান। বিএনপি ও জামায়াতের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হয়েছেন। চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।