প্লট বিক্রির নামে সিলেটে প্রতারণার শিকার প্রবাসী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ প্লট বিক্রির নামে ওসমানীনগরে এক যুক্তরাজ্য প্রবাসীর বড় অংকের টাকা আত্মসাৎ করে উল্টো তার কাছে আরো ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নগরির পানসী রেস্টুরেন্টের এক পরিচালক ও তার বড় ভাই’র বিরুদ্ধে।এই ঘটনায় ওসমানীনগর উপজেলার নিজ বুরঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র যুক্তরাজ্য প্রবাসী শাহাদাৎ আহমদ চৌধুরী বাদি হয়ে ২ সহোদরের নামোল্লেখ করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ওসমানীনগর থানা পুলিশকে আদেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন, নগরির এয়ারপোর্ট থানার অনামিকা শাহী ঈদগাহ এলাকার রফিকুল ইসলাম চৌধুরী (৫৫) ও তার বড় ভাই কবির উদ্দিন চৌধুরী (৬০)।
মামলা সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী শাহাদাৎ আহমদ চৌধুরীর পিতা আব্দুল আজিজের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে রফিকুল ইসলাম চৌধুরীর সাথে সম্পর্ক গড়ে উঠে ভোক্তভোগীর পরিবারের। রফিকুল ইসলামের বড় ভাই কবির উদ্দিন চৌধুরী পরিবার নিয়ে সৌদি আরব থাকার সুবাদে সৌদি আরবে তার পুত্র ইউনিভার্সিটিতে লেখাপড়ার খরছ ও কবির উদ্দিনের ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য প্রবাসী শাহাদাৎ আহমদ চৌধুরীর কাছে ২১ লাখ টাকা চান রফিকুল ইসলাম চৌধুরী। বিনিময়ে রফিকুল ইসলামের নগরির আখালিয়ায় থাকা একটি প্লট শাহাদাৎ আহমদ চৌধুরীর নামে রেজিস্ট্রি করে দেয়ার আশ্বাস দেন।
বিষয়টি আলোচনার ভিত্তিতে সৌদি আরবের রিয়াদস্থ দ্য সৌদি-ব্রিটিশ ব্যাংকে (এসএবিবি) কবির উদ্দিন চৌধুরীর একাউন্টে বিগত ২০০৭ সালের ২৯ নভেম্বর ৫ হাজার পাউন্ড ও একই বছর ৪ ডিসেম্বর ৫ হাজার পাউন্ডসহ মোট ১৪,২৫০ পাউন্ড পাঠান শাহাদাৎ আহমদ চৌধুরী।পরবর্তী সময়ে প্লট রেজিস্ট্রি না করে সময়ক্ষেপন করতে থাকেন রফিকুল ইসলাম। চলতি বছরের ৫ জুলাই রফিকুল ইসলাম চৌধুরীর বাসায় গিয়ে প্লট রেজিস্ট্রির কখা বললে অপারগতা প্রকাশ করেন রফিকুল। এ সময় শাহাদাৎ চৌধুরী তাঁর দেয়া টাকা ফেরত চাইলে রফিকূল উত্তেজিত হয়ে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ধারালো রাম দা’ দিয়ে শাহাদাতকে হত্যা চেষ্টা চালান। একপর্যায়ে শাহাদাতের প্রাণভিক্ষার শর্তে আরও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রফিকূল। এ সময় স্থানীয়দের সহায়তায় রফিকূলের বাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরে আসতে সক্ষম হন ভূক্তভোগী শাহাদাত। অবশেষে নিরূপায় হয়ে ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন তিনি। বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রন চন্দ দেব আদালতে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, নগরিতে প্লল্ট রেজিস্ট্রি করে দেয়ার শর্তে বাদির কাছ থেকে বিভিন্ন সময়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়াসহ চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত আবেদনটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে আদেশ দিয়েছেন। আদালতের মাধ্যমে বাদির সুবিচার প্রতিষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।