ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৩তম বার্ষিক ওরশ মাহফিল সম্পন্ন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মরমী সাধক, পীরে কামেল, শাহ সূফী ফকির হযরত আহমদ আলী (রহঃ)’র ৮৩তম বার্ষিক ওরশ মাহফিল গত ৫ মার্চ রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সিলেটের সদর দক্ষিণ উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মাজার প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা এবং জিকির-আজকার। আখেরি মোনাজাত শেষে বিতরণ করা হয় তবরক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতলি ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজমল আলী। বিশিষ্ট গীতিকার আলাউদ্দিনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ মাজার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ শাহ নুরুল আলম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, ইউপি সদস্য মকব্বির আলী। স্বাগত বক্তব্য রাখেন মাজারের মোতওয়াল্লি ফকির শাহ নোয়াব আলী। পুরো অনুষ্ঠানের তত্বাবধান করেন মাজারের খাদেম মোঃ ইউসুফ আলী, লালু মিয়া ও মুহিব আলী। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম।উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথি, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই মাহফিলকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকেন।

You might also like