ফখরুল সাহেবেরা বাড়িতে ঘুমাচ্ছেনঃ আমরা পারিনি :জাহাঙ্গীর কবির নানক এমপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আ’লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন ‘বিএনপির শাসনামলে মানুষের উপর যে জুলুম-অত্যাচার করা হয়েছিলো তা দেশের মানুষ ভুলে যায়নি। তাদের শাসনামলে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলো। আমাদের ব্যবসা-বাণিজ্য করতে দেননি। আমাদের হাত-পা ভেঙে দিয়েছিলেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। তাঁর শাসনামলে মির্জা ফখরুল সাহেবেরা নির্বিঘেœ বাড়িতে ঘুমাচ্ছেন। আমরা তো অমানবিক আচরণ করিনি।৬ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরির রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিলেট নগর আ’লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি নানক বলেন ‘বর্তমানে আমরা গভীর ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছি। আমাদের এসব ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে বের হয়ে আসতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা আ’লীগের প্রাণশক্তিই এ দেশের জনগণ। জনগণ ও দলের কর্মীদের সাথে নিয়ে আ’লীগ সারাজীবন আন্দোলন সংগ্রাম ও লড়াই করে এসেছে।

সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নিয়ে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটে ১১০ কোটি টাকায় কেন্দ্রীয় ট্রাক ট্রার্মিনাল নির্মাণ করা হয়েছে। এ টার্মিনাল নির্মাণ করতে প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আমার কাছে গিয়েছিলেন। আমি সেটা পাস করি। কিন্তু বর্তমান মেয়র সেই ট্রাক টার্মিনালকে ভূ-লুন্ঠিত করেছেন। জায়গা নিয়ে সমস্যা ছিলো কিন্তু কামরান ভাই সেটার সমাধান করে যেতে পারেন নি। তার পরে কেন এতো সময় লাগে সেই প্রশ্ন তো রাখা যায়?’দলীয় নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন ‘সামনে কঠিন সময় আসছে। লড়াই করতে হবে। এতে আমরা ঠিকে থাকবো ভেবে কাজ না করলে হবে, চলবে। এটা ভেবো না। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনের সঙ্গে সর্ম্পক বৃদ্ধি করতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে।করোনাকালীন সময়ের উদাহরণ টেনে আ’লীগের প্রভাবশালী এ নেতা বলেন ‘করোনাকালে দেশের মানুষ খুবই খারাপ সময় পার করছিলো। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে কাজ করে ছিলেন। তিনি দলীয় নেতা-কর্মীদের এদেশের মানুষের জন্য কাজ করতে নির্দেশনায় দিয়েছিলেন। দলের নেতা-কর্মীরা কাজ করেছেন। মানুষর ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।সিলেটের উন্নয়নে আ’লীগ সরকার সবসময় ভাবে। সিলেটের ব্যাপারে আমাদের নেত্রীর সুদৃষ্টি সবসময় আছে। ফলে এ সরকারের আমলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ চলছে। ঢাকা-সিলেট-তামাবিল ৬ লেন রাস্তা হচ্ছে। এসব উন্নয়ন মানুষের কাছে তোলে ধরতে হবে।তিনি আরও বলেন ‘২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট মহানগর গঠিত। এসব ওয়ার্ডের নেতা-কর্মীদের কথা শুনেছি। আমরা তাদের কথা জেনেছি। যদি ২৭টি ওয়ার্ডের সম্মেলন শেষ করা যেতো তাহলে আজকের সভাটি আরো তাৎপর্যমূলক হতো। নতুন সভাপতি-সম্পাদককে নিয়ে যৌথ সভা করতে পারতাম।’ তিনি বলেন, কর্মীসভার দিকনির্দেশনা, পরামর্শ সবকিছু ঘরের মধ্যে রাখলে হবে না। এসব মানতে হবে।সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন নানকসভা শেষে রাতে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়রত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত করে। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে তাঁর সাথে ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, নগর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রঞ্জিত সরকার, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী প্রমুখ।

You might also like