ফাইনালে যেতে ১৫৩ রান করতে হবে পাকিস্তানকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিডনি: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভের বাধা টপকেছে নিউজিল্যান্ড। অন্যদিকে কপালজোরে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে কোনও দলকে এগিয়ে বা পিছিয়ে রাখা সম্ভব নয়। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড অত্যন্ত ধারাবাহিক হলেও মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একতরফাভাবেই পক্ষে রয়েছে বাবর আজমদের দিকে।যদিও সিডনি ক্রিকেট গ্রাউণ্ডে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ড্যারিল মিচেলের দুর্দান্ত অর্ধশতকে পাকিস্তানকে ১৫৩ রানের চ্যালেঞ্জ জানিয়েছে কিউয়িরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।বুধবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন। তবে প্রথম ওভারেই ফিন অ্যালেনের (৪) উইকেট তুলে নেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ফলে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় কিউয়িরা।এরপর পাওয়ার প্লে-র শেষ বলে রান-আউট হন আরেক ওপেনার ডেভন কনওয়ে। তিন চারে ২০ বলে ২১ রান করেন এই বাঁহাতি। আর ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হননি আরেক মারকুটে গ্লেন ফিলিপসও। বাঁহাতি নওয়াজের স্পিনে তাকেই রিটার্ন ক্যাচ তুলে দেন কিউয়ি ব্যাটার। ৮ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। যাতে ৮ম ওভারেই তিন উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড ৪৯ রানে।
এ অবস্থায় নতুন ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গী করে পঞ্চাশোর্ধ রানের জুটি বেঁধে বিপর্যয় সামলে দলের স্কোরকে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে দেয়ার কাজটি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ উইলোবাজিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফেরেন ৪২ বলে ৪৬ রান করে, আফ্রিদির শিকার হয়ে। তার আগে মিচেলের সঙ্গে গড়েন ৫০ বলে ৬৮ রানের অনবদ্য জুটি।উইলিয়ামসন অল্পের জন্য না পারলেও ঠিকই অর্ধশতক পূরণ করেন মারকুটে ড্যারিল মিচেল। ৩২তম বলে দুর্দান্ত ফিফটি মার্ক ছুঁয়ে ডানহাতি এই দীর্ঘদেহী ব্যাটার অপরাজিত থাকেন ৫৩ রানে। তার ৩৫ বলের এই ইনিংসে ছিল ৩টি চারের সঙ্গে একটি ছয়ের মার।তার সঙ্গে ১২ বল খেলা জিমি নিশাম অপরাজিত থাকেন এক চারের মারে ১৬ রান করে। দুজনে শেষ ২২ বলে যোগ করেন ৩৫ রান। যাতে ১৫২ রানের ওই পুঁজি পায় নিউজিল্যান্ড।পাকিস্তানি বোলারদের মধ্যে এদিন শাহিন আফ্রিদি ২৪ রান ২টি উইকেট নেন। এছাড়া দুই ওভার হাত ঘুরানো মোহাম্মদ নওয়াজ ১২ রান দিয়ে নেন একটি উইকেট।