ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরে পাবে : ইমরান খান
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,খুব শিগগিরই সেই দিনটি আসবে;যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরে পাবে।শুক্রবার (২১ মে) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন।এছাড়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কারণে প্রথমবারের মতো বৈশ্বিক জনমত পরিবর্তিত হয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার পাকিস্তানজুড়ে ফিলিস্তিন সংহতি দিবস পালিত হয়েছে। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে এ দিন সারা দেশে মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।টেলিভিশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখতি পারছি যে— নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের কারণে সারা বিশ্বের মানুষের জনমত পরিবর্তিত হচ্ছে, এমনকি পশ্চিমা বিশ্বের মানুষও ইসরায়েলের সমালোচনায় সরব হচ্ছেন।’ইমরান খান বলেন, দীর্ঘ সময় পশ্চিমা দেশগুলো অবস্থান করার পরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্ববরতার কারণে আগে কখনও পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইহুদি ওই দেশটির সমালোচনা হতে দেখিনি। তবে এখন পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনা হচ্ছে।
তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতি অবিচার করা হচ্ছে বলে আগে সবাই ভাবতো, এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতেও সেটাই তুলে ধরা হতো। কিন্তু এবারই প্রথম বারের মতো পশ্চিমা দেশগুলো থেকেই ইসরায়েলের সমালোচনা করা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনীতিকরাও ইসরায়েলের সমালোচনা করছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকা বা পশ্চিমা দেশগুলো থেকে যে ইসরায়েলের সমালোচনা করা সম্ভব হবে, এটা আমি কখনোই চিন্তা করিনি। আর এখন বিশ্ব জনমতের পরিবর্তনের একটি বড় কারণ হচ্ছে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের ভূমিকা। এমনকি প্রথম সারির গণমাধ্যমগুলোও যদি সংবাদ প্রচার বন্ধ করে দেয় বা আংশিক সংবাদ প্রচার করে; তারপরও সোশ্যাল মিডিয়া এমন একটি শক্তি যে— মানুষের কাছে সত্যটা পৌঁছে দেবেই।ইমরান খান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে তিনি ইতোমধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের ওপর অত্যাচার ও আল-আকসা মসজিদের ঘটনা নিয়ে উভয় দেশই সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে একমত হয়েছে।