ফিল্ডিং কোচকে বিদার করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল থেকে বাদ পড়তে যাচ্ছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। চলতি বছর দলের বাজে ফিল্ডিংয়ের কারণে তার সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান। তিনি জানান, পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন স্থানীয় কোনো কোচ। আর মাসখানেকের মধ্যেই ফিল্ডিংয়ের উন্নতি করতে আরও ভালো মানের কোচ নিয়োগ করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে জয় হাতছাড়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে রায়ান কুককেও। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে।

আকরাম জানালেন, পাকিস্তান সিরিজ থেকেই আর থাকছেন না কুক। তিনি বলেন, ‘আপাতত ফিল্ডিং কোচকে পাচ্ছি না। ওর জায়গায় স্থানীয় একজন কাজ করবে। এটা নিয়ে ১৬ তারিখের দিকে চূড়ান্তভাবে জানাব।বাংলাদেশ দলের সঙ্গে কুকের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এমনটিও আভাস দিয়েছেন আকরাম। তার ভাষ্য, ‘ফিল্ডিং কোচের মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন হবে না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।স্থানীয় কোন কোচ পাবেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব তা অবশ্য খোলাসা করেননি আকরাম। তিনি বলেন, ‘লোকাল কয়েকজনের নাম আমাদের হাতে আছে। ওদের সাথে উঁচু মানের ফিল্ডিং কোচও দেখছি। আশা করছি মাসখানেকের মধ্যে পেয়ে যাব।’

You might also like