ফুটপাত দখলমুক্ত করতে মেয়র আরিফের অভিযান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ২৪ জুলাই সোমবার সকাল থেকে এ অভিযান চালানো হয়। অভিযানটি বন্দরবাজার থেকে শুরু করে জিন্দাবাজার হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। অভিযান চলাকালে এ সকল এলাকার ফুটপাত ও স্থায়ী দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেয়া হয়।পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদেরকে সড়কের যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন মেয়র। একই সাথে সড়কের পাশে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।মেয়র আরিফ অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের বলেন, কোনভাবেই আর ফুটপাতে হকার বসতে দেয়া হবে না। এখন থেকে প্রতিদিন এই অভিযান চালানো হবে নগরের ৪২টি ওয়ার্ডেই।তিনি বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততোদিনই কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন বলে আমি আশাবাদী।

You might also like