একসঙ্গে দুটি দল করা যাবে না: জিএম কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দল গঠনের বিষয়ে আপত্তি না থাকলেও একসঙ্গে দুটি দল করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী যে কেউ রাজনৈতিক দল করতে পারে।তবে একজন ব্যক্তি একসঙ্গে ২ দল করতে পারেন না।’বুধবার (১৪ জুলাই) দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাপার নতুন কমিটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এদিন সকালে গঠিত ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ এরিক এরশাদের ঘোষিত ‘নতুন জাপার’ কমিটিকে ইঙ্গিত করে এ কথা বলেন জিএম কাদের।বুধবার রওশন এরশাদকে চেয়ারম্যান,বিদিশা ও সাদকে কো-চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে জাপার ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাপা ঘোষণা করেন এরিক।

এর প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, দল করার (গঠন) বিষয়ে আমাদের আপত্তি নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দল করার অধিকার যেকোনও মানুষেরই আছে। তবে কেউ একসঙ্গে দুটি দল করতে পারবেন না। গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন থেকে সেই দলের নিবন্ধন নিতে হবে। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।কে কাকে কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যেকোনো ঘোষণা দিতে পারে।এর আগে বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার ছেলে এরিক এরশাদ বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা ও শাহাদাতকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন। পরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে জিএম কাদের তার প্রতিক্রিয়া জানান।

You might also like