ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় আরও ছয়জন বেড়ে নিহতের সংখ্যা ২৩ হয়েছে। নিহতের মধ্যে ১৪জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে। এর মধ্যে ১৬জনের পরিচয় মিলেছে।বাকি সাতজনের পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, নিহতের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন, সোনাগাজীতে তিনজন ও ছাগলনাইয়ায় দুইজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।এছাড়া মোট নিহত ২৩ জনের মধ্যে ফেনী সদরে তিনজন, দাগনভূঞায় দুইজন, ফুলগাজীতে সাতজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন এবং পরশুরামের দুইজন ব্যক্তি রয়েছেন।

উল্লেখ্য, অতি বৃষ্টি এবং ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে গত দেড় মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

You might also like