ফেরিঘাটে এবার ঢাকামুখি যাত্রীদের চাপ

নিউজ ডেস্ক
সত্যবাণী

শিমুলিয়া: ঈদুল ফিতরের পরদিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।আজ শনিবার (১৫ মে) ভোর থেকে ঘাটে শুরু হয় জনস্রোত; যা অব্যাহত রয়েছে।যাত্রীদের ঠাসাঠাসি করে ফেরিতে উঠতে এবং হুড়োহুড়ি করে ফেরি থেকে নামতে দেখা গেছে। তবে প্রশাসনের তেমন কোনও তাৎপরতা দেখা যায়নি বাংলাবাজার ফেরিঘাটে।পরিবহন সংকট থাকলেও নানা উপায়ে হাজারো মানুষের জনস্রোত অব্যাহত আছে।লকডাউন ও সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লার যানবাহন, যাত্রীবাহী লঞ্চ এবং রেল বন্ধ থাকায় ঈদের আগে বাড়ি ফেরার নিয়ে গত একসপ্তাহ ধরে ঘাটে নানা ঘটনা ঘটে চলেছে।গত বুধবার মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার সময় ফেরিতে প্রচণ্ড ভিড়ে মারা গেছেন ছয় জন। তাদের সবার গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলের জেলাগুলো।এই রুটে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে। রাস্তায় মাইক্রোবাস, মোটরসাইকেল ছাড়া কোনও পরিবহন চলতে দেখা যায়নি।

You might also like