ফের আইসিইউতে রওশন এরশাদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থাইল্যান্ডে অবস্থানরত রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ শনিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। কফ জমে গিয়েছিল। অবস্থা আগের মতই আছে। খুব বেশি যে সিরিয়াস তা নয়। কিন্তু আইসিইউ মানেই তো ভয়ের ব্যাপার।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওশন এরশাদকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। তার আগে গত ১৪ আগস্ট থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

You might also like