ফের আন্দোলনে চা শ্রমিকরা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট বিভাগে চা শ্রমিকরা তাদের দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন।বকেয়া মজুরি-বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যত তহবিলের টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে এবার হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা।হবিগঞ্জ থেকে জেলা সংবাদদাতা জানান,৯ জুলাই রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা এ মানববন্ধন করেন। এ সময় শ্রমিকরা তাদের দাবী না মানলে কর্মবিরতিসহ মহাসড়ক অবরোধের হুমকি দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমাম চা বাগানের পঞ্চায়েত সভাপতি রামভজন দাস, বাওয়ানী বাগানের পঞ্চায়েত সভাপতি গোপেন ঝরা, পঞ্চায়েত সম্পাদক বেবুল তন্তরায়, শ্রমিক জনক কানু, বেবী মুন্ডা প্রমুখ। শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থবাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিকপক্ষ পরিশোধ করছে না।এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্ট্রেট লি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে জানায় চা শ্রমিকরা। মালিকপক্ষ সাড়া না দেয়ায় ৩ জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এরপর মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকরা।