ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রিমান্ড শুনানি শেষ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম-৩) আদালতের বিচারক মো. মহিদুর রহমান। রিমান্ডের জন্য চাঁদকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চাঁদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।বিষয়টি নিশ্চিত করে আবু সাঈদ চাঁদের আইনজীবী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী জানান, চাঁদ শারীরিকভাবে অসুস্থ। তাকে রিমান্ডে যেন না নেওয়া হয়, সেজন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তবে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে সোমবার আদালতে চাঁদের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে শারীরিকভাবে চাঁদ অসুস্থ থাকায় নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের কয়েকটি স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান গত ৩০ মে রাজশাহী জেলা পুঠিয়া থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবারও আদালতের তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার আবারও আদালতে চাঁদের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে শারীরিকভাবে চাঁদ অসুস্থ থাকায় নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শেষে আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।