ফ্রি স্কুল মিল লাভের যোগ্যতার মানদন্ডকে বাড়ানো হয়েছে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ ডিপার্টমেন্ট ফর এডুকেশন গত ৩০ এপ্রিল ফ্রি স্কুল মিল অর্থাৎ বিনামূল্যে স্কুলে খাবার পাওয়ার উপযুক্ততা বা যোগ্যতার মানদন্ডকে সাময়িকভাবে বৃদ্ধি করেছে। এরই প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের কারনে সাধারণত সরকার বা কাউন্সিলের কাছ থেকে কোনরূপ আর্থিক ও অন্যান্য সহায়তা পাননা, তাদের শিশুদেরকেও সাময়িকভাবে এই ফ্রি স্কুল মিল প্রদান করা হবে। আপনার সাধারণত ডকুমেন্টে ‘পাবলিক ফান্ড বা সরকারি তহবিলে কোন আশ্রয় না পাওয়ার’ পরিভাষাগত টার্ম দেখে থাকতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি স্কুল মিল পাওয়ার উপযুক্ত পরিবারগুলোর যে সকল শিশু বর্তমানে স্কুলে যাচ্ছেনা, তারা নির্বাচিত সুপারমার্কেটগুলোতে কেনাকাটার জন্য ভাউচার অথবা সাপ্তাহিক ফুড ব্যাগ পাবে, যা নিজেদেরকে সংগ্রহ করতে হবে।বেশিরভাগ ক্ষেত্রে, সন্তানের স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হবে। তবে আপনি যদি তাদের কাছ থেকে কোন সাড়া না পান, তাহলে আপনি ফ্রি মিল পাওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করতে ও বিস্তারিত তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk) ভিজিট করুন।