বগুড়ায় সিএনজি ও ভটভটি সংঘর্ষে নিহত তিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

বগুড়া: বগুড়া সদরে আজ সকাল পৌনে ৮টার দিকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ইমতিয়াজ আহম্মেদ জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে কাহালু থেকে আসা বগুড়গামী যাত্রীবাহী সিএনজিটি নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মন্ডলপাড়ায় পৌঁছালে বিপরীত থেকে আসা মাছ বোঝাই ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এ ঘটনায় হতাহতরা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। তারা সকলে সিএনজি যাত্রী। সিএনজি চালক আমিনুর ইসলাম তোতা (৫৪) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বাবা, মা, ও দুই শিশু কন্যাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে অপর শিশু খাদিজা (২) ও আশা মনি (৭) মারা যায়। তাদের পিতা রাশেদ শেখ (২৭) ও মা জোৎ¯œা (২৫) আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি আরো ও জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়াও সিএনজি চালকের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।আহত রাশেদ শেখ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like