বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর বৃক্ষরোপন কর্মসূচী শুরু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে সুনামগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাওঁ মেইন রোড থেকে জেলা কারাগারের সামনে প্রায় এক কিলোঃ মিটার রাস্তার চারপাশে বিভিন্ন ধরনের বহেরা ঔষধি,জাম এবং ফলজ ও গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন,র‌্যাবের এ এস পি মো. আব্দুল্লাহ, জেলা কারাগারের জেলা সুপার মো. নুরশেদ,জেলার মো. মো. হাবিব সিনিয়র ডি এ ডি মো. জাহিদুল ইসলাম,সার্জেন্ট মো.সেলিম,এস আই মো.দেলোয়ার হোসেন ও মো.নুর আহমদ প্রমুখ।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ বলেছেন, স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র‌্যাব এই বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে। তিনি বলেন জলবায়ূ পরিবর্তনের কারণে পরিবেশ দূষণের ফলে নির্মল বাতাস থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষজন । বৃক্ষ আমাদের অক্রিজেন দেয়া, ছায়া দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছগুলো রাস্তার পাশে কিংবা পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় লাগানোর ফলে এই গাছ মানব দেহেরে কল্যানসহ একটি পরিবারকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার সুযোগ রয়েছে। এজন্য সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি। পরে বৃক্ষরোপন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের মানুষকে করোনামুক্ত রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You might also like