বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরুধী বক্তব্যের নিন্দা, প্রতিরোধ গড়ার আহ্বান নির্মূল কমিটির

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,যুক্তরাজ্য শাখা।গত ১২ ডিসেম্বর সংগঠনের এক অনলাইন সভায় বক্তারা ভাস্কর্য বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ার আহবান জানান।সভায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি নুর উদ্দিন আহমেদ ও পরিচালনা করেন যুগ্ন সম্পাদক স্মৃতি আজাদ।আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ,সহ-সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, তথ্য ও গবেষণা

সম্পাদক অনজুমানআরা অনজু, যুগ্ন সম্পাদক রুবী হক, সাংগঠনিক সম্পাদক শাহ মুতাফিজুর রহমান বেলাল, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা আক্তার জোসনা,কার্যকরী সদস্য জুসনা পারভীন ও সাধারন সম্পাদক জামাল আহমেদ খান।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে লেখক গবেষক পার্থ বন্দোপাধ্যায়,উপদেষ্টা হুসনা মতিন ও নারী নেত্রী নাজমা হোসেন ।নির্মূল কমিটির নেতৃবৃন্দরা অবিলম্বে স্বাধীনতা বিরুধী অপশক্তির এই পালের গোদাদের আইনি আওতায় এনে বিচারের সম্মুখীন করার আহ্বান জানান সরকরের প্রতি।তারা বলেন,স্বাধীন বাংলাদেশে রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের অতিসত্বর বিচার কার্য শেষ করতে হবে।এজন্য যুক্তরাজ্য নির্মূল কমিটি আন্দোলন করে যাবে। বাংলার মাটি থেকে সকল জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা তাদের বক্তৃতায়।

You might also like