বঙ্গবন্ধু টি-২০: সাকিব খুলনায়, তামিম বরিশালে, মুশফিক ঢাকায়

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার স্থানীয় এক হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে প্রথম ডাকে দলগুলো ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দ্বিতীয় ডাকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। ‘এ’ গ্রেডে থাকা মোস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী প্রথম ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। ‘এ’ গ্রেডের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে দলে নিয়েছে খুলনা।দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদী হাসানকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

নির্বাচকেরা চারটি গ্রেডে ১৫৭ জন ক্রিকেটারের নাম প্লেয়ার্স ড্রাফটে নিবন্ধন করেছেন। এখান থেকেই প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে নিতে পারবে। চারটি গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ জন ক্রিকেটার আছেন ‘ডি’ গ্রেডে। এই গ্রেডে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা।সবচেয়ে কম ক্রিকেটার আছেন ‘এ’ গ্রেডে। এই গ্রেডে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডের ২১ জন ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার-লিটন দাসসহ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন এই গ্রেডে। ‘সি’ গ্রেডের ২৩ ক্রিকেটারের পারিশ্রমিক ৬ লাখ টাকা করে। সাব্বির রহমান আছেন এই গ্রেডে।

You might also like