বঙ্গবন্ধু ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা: মোহাম্মদ সলিহ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অন্যতম অতিথি মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ একথা বলেন। তিনি বলেন, ভবিষ্যৎ অনেক প্রজন্মের প্রেরণা হিসাবে কাজ করবেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর ছয় দফা দাবি বাংলাদেশ সৃষ্টির ভিত্তি ছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেছে। এই ভাষণ পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্মম মৃত্যু হয়েছে কিন্তু তার চেতনা এখনও ভুলে যায়নি মানুষ। যারা গণতন্ত্র ও স্বাধীনতা চায় তাদের মনে বঙ্গবন্ধু সবসময় থাকবেন।বিচক্ষণ অর্থনৈতিক নীতির কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক অভূতপূর্ব উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মালদ্বীপের জনগণকে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মোহামেদ সলিহ বলেন, কোভিডের কারণে বিভিন্ন নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে, মালদ্বীপে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

You might also like