বঙ্গবন্ধু স্মৃতি পদক পেলেন ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বঙ্গবন্ধু স্মৃতি পদক লাভ করেছেন। করোনা কালিন সময়ে জীবন বাজী রেখে মানুষের কল্যাণে কাজ করায় ও বন্যায় বানবাসী মানুষের সাহায্য এগিয়ে আসায় বঙ্গবন্ধু স্মৃতি পদক দেওয়া হয়।মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি খাদিমুল ইসলামের হাত থেকে পদক গ্রহন করেন ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি। স্বগত বক্তব্য রাখেন, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি হোসেন রব্বানী।

বাংলাাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান মাঝির সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মঞ্জুর হোসেন ইশার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা.আসুতোষ দাস, এডভোকেট ড.মোহাম্মদ আব্দুর রহিম, ওমর ফারুক কোকিল তালুকদার, এইচ এম মেহেদী হাসান, এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী প্রমূখ।

উল্লেখ্য: জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ জরিপ করে খোঁজে বের করে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আবু বকর সিদ্দিক কে এ পদকে ভূষিত করা হয়।এ বিষয়টি নিশ্চিত করে উপজেরার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এই প্রাপ্তি আমার প্রাণ প্রিয় ইউনিয়নবাসীর। তারা আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। জনপ্রতিনিধি হিসাবে নয় আমি একজন সেবক হয়ে প্রিয় ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই। সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

You might also like