বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী শুক্রবার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ স্বনামখ্যাত রণবিশারদ, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও প্রথম জেনারেল, স্বাধীনতা পূর্ব সময়ে বালাগঞ্জ-বিশ্বনাথ-ফেঞ্চুগঞ্জ-গোলাপগঞ্জের সমন্বয়ে গঠিত বিশাল নির্বাচনী আসন থেকে নির্বাচিত এমএনএ, বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ আসন থেকে নির্বাচিত এমপি, স্বাধীনতা উত্তর দেশের প্রথম নির্বাচিত সরকারের মন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, পূণ্যভূমি সিলেটের কৃতীসন্তান, জাতীয় রাজনীতিবিদ, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী ১ সেপ্টেম্বর শুক্রবার।দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে দিনব্যাপি কর্মসুচি গ্রহণ করার পাশাপাশি বঙ্গবীরের জন্মবার্ষিকীতে দেশে-বিদেশে অবস্থানরত দেশবাসীর প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।কর্মসুচিতে রয়েছে, ১ জন দুরারোগ্য অসহায় এবং ১ জন দুর্ঘটনায় আহত অসহায় ব্যক্তি, একজন এতিম অসহায় শিক্ষার্থীকে আর্থিক সহায়তা এবং একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান, বৃক্ষরোপণ, খতমে কোরআন শেষে বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া শেষে ওসমানীর কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করা হবে।মিলাদ মাহফিল, দোয়া ও শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং স্বাধীনতার পক্ষের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, জনপ্রতিনিধি, সংস্কৃতিক সংগঠনসহ মরহুম নেতার শুভাকাঙ্খী সকলের প্রতি সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল এডভোকেট অনুরোধ জানিয়েছেন।

You might also like