বঙ্গমাতার জন্মদিনে বনানী কবরস্থানে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে সম্প্রীতি বাংলাদেশ।সোমবার (৮ আগস্ট) সকালে সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল-এর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, তাপস হালদার, ধীমান রায়, রাজীব কর, ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক ডা. আলী আবরার প্রমুখ।শ্রদ্ধা নিবেদন শেষে ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, বঙ্গমাতার জন্মদিনে এই মহীয়সী নারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে বঙ্গবন্ধু ও বাঙালির আজীবন সুখ-দুঃখের সঙ্গী এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর পাশাপাশি আবির্ভূত হয়েছিলেন অন্যতম চালিকাশক্তি হিসেবে।

You might also like