শতাব্দীর বিশ্ব পরিবর্তনের স্বাক্ষী রানী এলিজাবেথের জীবনাবসান

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: দীর্ঘ ৭০ বছর রাজত্ব করার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজা-রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর।

বৃহস্পতিবার তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় তাঁর পরিবার সদস্যরা রানীর স্কটিশ এস্টেট বালমোরালে জড়ো  হওয়ার পর বাকিংহাম প্যালেস থেকে রানীর মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়।
১৯৫২ সালে রানী প্রথম ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহন করেন।

শুধু ব্রিটিশ সাম্রাজ্যের রানী নন, ৭০ বছর যাবত তিনি ছিলেন সারা বিশ্বের বিশাল রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একজন সাক্ষী।
তার মৃত্যুর পর এখন থেকে তাঁর জ্যেষ্ঠ পুত্র চার্লস, প্রাক্তন প্রিন্স অফ ওয়েলস নতুন রাজা এবং ১৪টি কমনওয়েলথ রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসাবে শোকের মধ্যে দেশকে নেতৃত্ব দেবেন।

You might also like