বড়লেখায় ইউএনও’র মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখার ইউএনও’র সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ইউএনও সুনজিত কুমার চন্দ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়লেখার ইউএনও সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। অনেক গণ্যমান্য ব্যক্তির নিকট টাকা চাওয়া হচ্ছে। প্রতারক চক্রের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। এই ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।এ ব্যাপারে ইউএনও সুনজিত কুমার চন্দ সোমবার বিকেলে বলেন, একটি প্রতারকচক্র সরকারি ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউপি চেয়ারম্যান, সচিব ও সরকারি কর্মকর্তাদের কাছে টাকা দাবি করেছে। তারা বুঝতে পেরে তাৎক্ষণিক আমাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি করেছি।