বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় জগন্নাথপুরে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বন্যার কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার থেকে উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয়া হয়।জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, যে সকল বিদ্যালয়, বিদ্যালয় প্রাঙ্গন ও বিদ্যালয়ের সড়ক বন্যার পানি উঠেছে সে সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে।তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা বাড়তে পারে। তবে বন্যামুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান চলবে বলে তিনি জানান।উল্লেখ্য, এ উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

You might also like