বন্যায় ক্ষতিগ্রস্ত সব শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করবে সরকার:এম এ মান্নান এমপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান জীবনের গুরুত্বপূর্ণ জায়গা।এখানেই আমাদের জীবনবোধের শিক্ষা দেয়া হয়। শুধু পড়াশোনাই নয়, পড়াশুনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব অত্যধিক।যদিও এখন মাঠ কম তবুও যেখানে আছে আমরা সবাই মিলে মাঠগুলোকে সুন্দর করতে চাই।খেলাধুলার জন্য যা প্রয়োজন সব দেবে সরকার।দিনব্যাপী কর্মসূচি হিসেবে ১০ আগস্ট বুধবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজের কাজ নিজে করার মানসিকতা তৈরি করতে হবে। সব সময় মা-বাবা ও শিক্ষকদের সম্মান করবে। জ্ঞান-বিজ্ঞানে তোমাদের আরও এগিয়ে যেতে হবে। আগামীতে এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। আমরা হয়ত বাচঁব না। তোমরা সেটা ভোগ করবে। তোমাদের আরও মনোযোগী হতে হবে।মন্ত্রী আরও বলেন, জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর তাঁকে উৎসাহ যুগিয়েছেন বঙ্গমাতা। দেশের জন্য উনাদের ত্যাগ বাঙালি আজীবন মনে রাখবে, এটা ভুলার নয়। বর্তমানে দেশে নানা উন্নয়ন কাজ চলছে, এগুলো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে করব। বন্যায় স্কুল কলেজের যে ক্ষতি হয়েছে সেগুলোকে আমাদের সরকার মেরামত করে দিবে, তবে একটু সময় লাগবে। কাজ করার সুযোগ দিতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আনোয়ার উজ-জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, এসি ল্যান্ড সকিনা আক্তার, ওসি খালেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারেক, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান নুরুল হক ও মনির উদ্দিন প্রমুখ৷পরে প্রধান অতিথি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

You might also like