বরাবরের মতে এবারও ব্ল্যাক হিস্ট্রি মান্থ উদযাপন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ কৃষ্ণাঙ্গ কমিউনিটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল উদযাপন করছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ। এ উপলক্ষে কাউন্সিলের ব্যবস্থাপনায় ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ভারচুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন। এই আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন বিষয় ভিত্তিসক ৫০টিরও বেশি ছবি স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে পোর্ট্রটে, বিক্ষোভ,কর্মস্থলে মহিলা, উৎসব, মিউজিশিয়ান, ডান্সার সহ আরো অনেক কিছু।
এবারের গ্রীষ্মকালে কাউন্সিলের পক্ষ থেকে ব্ল্যাক হিস্ট্রি মান্থকে প্রতিনিধিত্ব করে এমন ছবি পাঠাতে আলোকচিত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছিলো। এই আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক ছবি জমা পড়ে। ৬ জনের একটি প্যানেল এই ছবিগুলো যাচাই বাছাই করে প্রদর্শনীর জন্য উপযুক্ত ছবিগুলো নির্বাচন করে।এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সমূহ এবং সাংস্কৃতিক বৈচিত্রতা নিয়ে আমরা গর্বিত। ব্রিটিশ সোসাইটিতে আফ্রিকান ও ক্যারিবিয়ান বংশোদ্ভূত কমিউনিটির অবদান এবং তাদের জীবন ধারাকে উদযাপনের এক অসাধারণ সুযোগ হচ্ছে এই ব্ল্যাক হিস্ট্রি মান্থ।এই আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছেঃ কর্মস্থলে কর্মরত মহিলাদের ওপর তোলা সারাহ এ্যানসিলের সাদা-কালো ছবির একটি সিরিজ, এ্যাড ওকেলারিনস এর অসাধারণ পোর্ট্রটেসমূহ এবং বর্ণবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ওপর ডেভিড হফম্যানের তোলা ঐতিহাসিক ছবির সিরিজ। এছাড়া সাম্প্রতিক সময়ের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ওপর তরুণ ফটোগ্রাফারদের তোলা ছবি এবং বর্তমান মহামারীর ওপর তোলা টম ফেরি এবং এস্টার সেলির তোলা ছবিও এত স্থান পেয়েছে।
ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়েই কাউন্সিলের আইডিয়া স্টোর সমূহ এবং লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস এ বিভিন্ন ধরনের আলোচনা ও উপস্থাপনার আয়োজন করা হয়েছে। এছাড়া বারায় আর্টস ও ভলান্টিয়ার গ্রুপগুলো কর্তৃক বিভিন্ন ধরনের ভারচুয়াল ও সামাজিকভাবে দূরত্ব রেখে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও সহযোগিতা করছে কাউন্সিল। এসব ইভেন্টের মধ্যে রয়েছে, সিনেমা প্রদর্শনী, রান্না বিষয়ক আলোচনা, কর্মশালা ইত্যাদি। কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড আর্টস, কাউন্সিলর সাবিনা আখতার বলেন,কোভিড-১৯ এর অনেক চ্যালেঞ্জ সত্বেও আমরা এই বছর একটি আকর্ষনীয় অনুষ্ঠান পরিচালনা করতে পেরে আমরা আনন্দিত।বারার সকল বয়সী বাসিন্দারা যাতে অনলাইন ও অফলাইনে উপভোগ করতে পারে এমন অনুষ্ঠান আয়োজনে আমরা স্থানীয় শিল্প-সংস্কৃতি বিষয়ক সংগঠনগুলোকে সহযোগিতা করছি। ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে অক্টোবর মাস জুড়ে কী কী অনুষ্ঠান কোথায় কখন হচ্ছে, সেসম্পর্কে জানতে হলে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/blackhistorymonth