বর্তমান নির্বাচন কমিশনের অধীনে মানুষ ভোটকেন্দ্রে যাবে না :দিরাইয়ে গয়েশ্বর চন্দ্র রায়

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন বিনা ভোটে হবার সুযোগ নেই। এবার ফান্দে পড়ছে, বহু চালাকি করছেন। নতুন করে আর কোন ফন্দি-ফিকির বা চালাকি করতে দেয়া হবে না। এবার শেখ হাসিনার অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে মানুষ আর ভোট কেন্দ্রে যাবে না। বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করবে না।রোববার সন্ধায় দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণপুর্ব আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, যেদিন দল নিরপেক্ষ সরকার হবে। জনগণ স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে যাবে। মানুষ তার ভোট ইচ্ছামতো যাকে খুশি তাকে দিতে পারবে। সেদিনই বিএনপি নির্বাচনে অংশ নেবে।নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট সিটি

কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান চৌধুরী কয়েছ লোদীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি প্রমুখ। সভা শেষে বন্যার্তদের মধ্যে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।এরআগে গয়েশ্বর চন্দ্র রায় শাল্লা উপজেলার বিভিন্ন স্থানে ও দিরাই উপজেলার ধল বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

You might also like