বর্ষার বিরামহীন বৃষ্টিতে ডুবছে সিলেট

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পবিত্র ঈদুল আযহার দিন থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। অবিরত বৃষ্টির কারণে যেনো ঘর থেকে বেরোনো কঠিন হয়ে পড়েছে সিলেটবাসীকে। বর্ষার বিরামহীন বৃষ্টির বাগড়ায় প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্পেও। এবার ঈদে খুব একটা পর্যটক আসতে পারেননি সিলেটে।মধ্য আষাঢ়ে শুরু হওয়া এই বৃষ্টি ১৮ আষাঢ় রোববার পর্যন্ত চলমান। বিরতিহীন বর্ষণের ফলে সিলেট শহরের বিভিন্ন সড়ক ও বাসা-বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে ওইসব এলাকার বাসিন্দাসহ সেবা নিতে আসা জনসাধারণকে।ঈদের পর ২ জুলাই রোববার প্রথম কর্মদিবস থাকায় সকাল বেলা অনেককেই বৃষ্টিতে ভিজে অফিস-আদালতে আসতে দেখা গেছে। জনৈক বেসরকারি চাকরিজীবি জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে শরীর ও কাপড় ভিজে গেছে। এছাড়া নোংরা পানিতে ভিজে অফিসে গিয়েও চরম অস্বস্তিতে থাকতে হয়।রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে অবিরত বৃষ্টির কারণে নগরির স্টেশন রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, রেলগেইট, তালতলা, দাড়িয়াপাড়া, মদিনা মার্কেট, আখালিয়া, কাজলশাহ, মেডিকেল রোড এলাকা, সুবিদবাজার, জালালাবাদ, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর ও ছড়ারপাড়সহ বেশ কিছু এলাকার সড়ক ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে।অনেক এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমতে দেখা গেছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। ড্রেনের ময়লা-আবর্জনামিশ্রিত পানিও ঢুকে পড়েছে অনেকের বাসা-বাড়ি-দোকানপাটে। সড়কে হাঁটু পানি থাকায় যাতায়াত করতে পারছেন না পথচারীরা। এছাড়াও যান চলাচলেও বাঁধার সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

You might also like